সর্বশেষ তথ্য:

কম্পিউটার,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,জৈবকৃষি,সাফল্যের তথ্য বিষয়ক ব্লগ ‍"আইসিটি বাংলা" নিয়মিত ভিজিট করুন এবং আপনার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবেন।

সর্বশেষ তথ্য আমরা পরিক্ষামুলকভাবে এই ব্লগটি শুরু করেছি। আমরা এই ব্লগের মাধ্যমে কাজ শিখছি। এটি কোন প্রতিষ্ঠানিক বা ব্যবসায়ীক কাজে ব্যবহৃত হচ্ছে না।আপনারা ব্লগ তৈরি শিখতে যোগাযোগ করুন। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক যে কোন লেখা আপনি লিখতে পারেন এই ব্লগে। লেখা পাঠান: bipas2021@gmail.com

Monday, October 19, 2015

ফেসবুক মেসেঞ্জার থেকে কল করুন আপনার ফেসবুক বন্ধুদের

আপনারা কম বেশি অনেকেই জানেন ফেসবুক  মেসেঞ্জার এর মাধ্যমে কল করা যাই। কিন্তু অনেকেই আছে যারা ব্যাপারটা এখন জানে না। তাই তাদের জন্য আমার এই টিউন।  আমি আমার এই টিউটোরিয়াল টা ইউটিউব এ অনেক আগেই করছি কিন্তু টেকটিউনস আইডি না থাকার জন্য এখানে টিউন করতে পারিনি। তাই একটু দেরি হলেও আমার টিউন শেয়ার করলাম। মেসেঞ্জার টু মেসেঞ্জার কল করার জন্য প্রথমেই একটা ভিপিএন দরকার। এজন্য আপনাকে প্লেস্টোর থেকে একটা ভিপিএন সফটওয়্যার ইন্সটল করতে হবে। তারপর ভিপিএন এ রেজিস্ট্রেশন করে ভিপিএন অন রাখতে হবে। এইটা করতে হবে এই জন্য যে মেসেঞ্জার কলিং ৩জি নেট এ সাপোর্ট করে না। আমাদের নেটওয়ার্ক ফোরজি হলে তাহলে ভিপিএন লাগত না। ভিপিএনের আর অনেক সুবিধা আছে।
এবার মুল কথায় আসা যাক, ভিপিএন অন রেখে মেসেঞ্জার অন করলেই আপনি আপনার চ্যাট লিষ্টে থাকা অন্য সব ফ্রেন্ডদের কল করতে পারবেন। কিন্তু কন্ডিশন একটাই আপনার ফ্রেন্ডদের কেও সেইম পদ্ধতি অবলম্বন করতে হবে। কিন্তু দেশের বাহিরে যারা থাকেন তাদেরকে কল করতে তাদের না থাকলেও হবে। কারন তাদের নেটওয়ার্ক ফোরজি। আশা করি আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক ও খুব শিঘ্র ফোরজি তে উন্নিত হবে। আমার পুরো টিউনসের একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সুবিধার জন্য দিলাম। নিচের লিংক থেকে আপনারা ভাল ভাবে দেখে নিতে পারেন। আমি আগেই বলছি আমার এই টিউনস্টা যারা জানেন তাদের জন্য না। সুতারাং কোনো ভুল হলে আপনারা সবাই আমাকে ক্ষমাসুন্দর দ্রিস্টিতে দেখবেন।
ভিডিও লিংক>>https://www.youtube.com/watch?v=ftF9PQ8tHt8

ফেসবুকের অজানা ৮টি তথ্য যা সবার জানা প্রয়োজন।

প্রতি মাসে ১৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে বর্তমানে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের আসনটি গেঁড়ে আছে ফেসবুক। তবে ফেসবুকের এমন কিছু বিষয় আছে যা অনেকেই জানেন না।ফেসবুক বর্তমানে স্যোসাল মিডিয়ায় যোগাযোগের অন্যতম মাধ্যম যা ছোট থেকে বড় সবাই ব্যবহার করে।
ফেসবুকের এমনই কিছু অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরা হল:

Thursday, October 1, 2015

অনলাইন রেডিও :আইসিটি4বাংলা

আপনারা নিচের লিংকে ক্লিক করে অনলাইন রেডিও :আইসিটি4বাংলা (radioict4bangla)শুনতে পারবেন।
নিচে ক্লিন করুন
http://myradiostream.com/radioict4bangla
এর পর নিচের
Listen in your preferred player
winap/itunes অথবা windows player অথবা vlc/other players প্লেয়ার ওপেন করে রেডিও আইসিটি৪বাংলা শুনতে পারবেন।

ভাল থাকবেন..............যারা শিখতে আগ্রহী তারা যোগাযোগ করুন।