সর্বশেষ তথ্য:

কম্পিউটার,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,জৈবকৃষি,সাফল্যের তথ্য বিষয়ক ব্লগ ‍"আইসিটি বাংলা" নিয়মিত ভিজিট করুন এবং আপনার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবেন।

সর্বশেষ তথ্য আমরা পরিক্ষামুলকভাবে এই ব্লগটি শুরু করেছি। আমরা এই ব্লগের মাধ্যমে কাজ শিখছি। এটি কোন প্রতিষ্ঠানিক বা ব্যবসায়ীক কাজে ব্যবহৃত হচ্ছে না।আপনারা ব্লগ তৈরি শিখতে যোগাযোগ করুন। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক যে কোন লেখা আপনি লিখতে পারেন এই ব্লগে। লেখা পাঠান: bipas2021@gmail.com

Friday, September 18, 2015

২০১৫ সালের হাই পেজ র‍্যাংক সোসিয়াল বুকমার্কিং সাইটগুলো এখনি সংগ্রহ করে রাখুন

২০১৫ সালের হাই পেজ র‍্যাংক সোসিয়াল বুকমার্কিং সাইটগুলা এখনি সংগ্রহ করুন।আমরা জানি সোসিয়াল বুকমার্কিং একটি স্মার্টনেস্ট পদ্দতি। যার মাধ্যমে আপনি আপনার সাইট কে দ্রুত এবং অনেক সহজেই সার্চ ইঞ্জিনের কাছে র‍্যাংক করাতে পারবেন।এবং এটা একটা গুরুত্বপূর্ন লিংক হিসেবে কাজ করে।এমনকি শুধুমাত্র লিংকের কাজটাই করে না সেখান প্রচুর পরিমানে ভিসিটর পেতেও আপনাকে সাহায্যে করবে।অনেক SEO বিজ্ঞরা মনে করেন।একটি সাইটের ভিসিটর এবং র‍্যাংকের ক্ষেত্রে ৩৫% ভূমিকা রাখে (২০১৪ সালের আপডেট অনুযায়ী) তবে যে সব সোসিয়াল সাইট আপনার সাইট কে র‍্যাংক বাড়াতে তা কিন্তু নয়।তার মধ্যে যে সাইট গুলা ডু-ফলো একমাত্র সেই সাইট গুলাই আপনার সাইটের র‍্যাংক বাড়াতে সাহায্য করে। আর সোসিয়াল বুকমার্কিং সাইটগুলা হচ্ছে লিংক বিল্ডার দের জন্যে একটা যুগান্তকারী সহায়ক।

এছাড়া যারা বিভিন্ন প্লাটফর্মে কাজ করেন তাদের একমাত্র ভরসা হিসেবে কাজ করে এই সাইট গুলা। যাই হোক এতক্ষন জানলেন সোসিয়াল বুকমার্কিং সাইট গুলার প্রয়োজনীয়তা এখন আমি একদম আপডেট ২০১৫ সালের হাই পেজ র‍্যাংক ডু-ফলো সোসিয়াল বুকমার্কিং সাইট গুলোর একটা লিস্ট দিলাম আজই সংগ্রহ করে রাখুন অবশ্যই কাজে লাগবে
সাইটগুলো দেখতে সাইটের নামের উপরে ক্লিক করুন
Stumbleupondiggslashdot
deliciousredditmixx
technoraticonnoteaciteulike
squidoonewsvinemetafilter
bibsonomyfark designfloat
mx1.webmastershowcase
folkdbizsugardzone
jumptagssphinnpusha
blogmarkssvejonewsmeback
youmobnetvouzgivealink
 পূর্বে এখানে প্রকাশিতপূর্বে এখানে প্রকাশিত

No comments:

Post a Comment