সর্বশেষ তথ্য:

কম্পিউটার,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,জৈবকৃষি,সাফল্যের তথ্য বিষয়ক ব্লগ ‍"আইসিটি বাংলা" নিয়মিত ভিজিট করুন এবং আপনার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবেন।

সর্বশেষ তথ্য আমরা পরিক্ষামুলকভাবে এই ব্লগটি শুরু করেছি। আমরা এই ব্লগের মাধ্যমে কাজ শিখছি। এটি কোন প্রতিষ্ঠানিক বা ব্যবসায়ীক কাজে ব্যবহৃত হচ্ছে না।আপনারা ব্লগ তৈরি শিখতে যোগাযোগ করুন। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক যে কোন লেখা আপনি লিখতে পারেন এই ব্লগে। লেখা পাঠান: bipas2021@gmail.com

Sunday, September 27, 2015

ডাটা ক্যাবল ছাড়াই মোবাইলে ডাটা ট্রান্সফারের উপায়

বর্তমানে মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা এবং এমপিথ্রি বা এমপিফোর প্লেয়ার সব ঘরে ঘরেই আছে। এর প্রায় সবগুলোই ইউএসবি ২.০ সাপোর্ট করে। অর্থাৎ কোনো ড্রাইভার ইনস্টল ছাড়াই ডাটা আদান প্রদান করতে সক্ষম। কিন্তু যদি আপনার মোবাইলের সাথে কোনো ডাটা ক্যাবল না থাকে তাহলে নিম্লিখিত ২টি উপায়ে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন- 1.কার্ড রীডারের মাধ্যমে খুব সহজেই পেন ড্রাইভের মতো ডাটা আদান প্রদান করা সম্ভব। যা সময় ও ঝামেলা দুইই কমায়। তবে এজন্য আপনার মোবাইল ফোনকে মেমোরি কার্ড সাপোর্টেড হতে হবে। আর দরকার হবে একটি কার্ড রীডার(দাম ৫০-২০০ টাকা) সেখানে মেমোরি কার্ড ঢুকিয়ে আপনি পিসিতে লাগাতে পারবেন। 2.আপনার ফোন মেমোরি কার্ড সাপোর্টেড হয় তবে আপনার জন্য আরেকটি অপশন হচ্ছে ব্লুটুথ অ্যাডাপ্টরের ব্যবহার। এর মাধ্যমেও আপনি কোনো ক্যাবল ছাড়াই পিসি থেকে ফোনে ডাটা সেন্ড করতে পারবেন। তবে এক্ষেত্রে অনেক সময় ড্রাইভার লাগতে পারে। উইন্ডোজ সেভেনে অবশ্য ড্রাইভার ইন্সটলেশনের ঝামেলা নেই। ব্লুটুথ এডাপ্টারও আপনি ২০০-৩০০ টাকার মধ্যে কিনতে পারবেন।কার্ড রীডার এবং ব্লুটুথ এডাপ্টারের সুবিধা হচ্ছে এগুলা আপনি যেকোনো কোম্পানীর যেকোনো মোবাইলের সাথেই ব্যবহার করতে পারবেন।

No comments:

Post a Comment