শুরু করার আগে সর্ব প্রথম আল্লাহ্ তায়ালার
নাম নিয়ে শুরু করছি। করাণ তিনি না চাইলে আমি কখনোই এখানে টিউন করতে পারতাম
না। টেকটিউনস.কম.বিডিতে আমার প্রথম টিউন এটি। আমি এর আগে কখনো এ রকম সাইটে
কোন টিউন করিনি। আমি টেক টিউনের সাথে ২০১১ সাল থেকে আছি। কিন্তু কখনো টিউন
করিনি শুধু জ্ঞান আহরণ করেছি। এখানে রেজিস্ট্রেশন করি মোটামুটি ৫ মাস আগে।
আমি কাউকে কমন্টেও করিনি। কারন আমার খুব ভয় লাগত। কমেন্ট বা টিউন করলে
অন্যরা কি বলবে, ভাল লাগবে না খারাপ লাগবে। এসব আজে বাজে কথা চিন্তা করতাম।
কিন্তু সব ভয় ভেঙ্গে আজকে টিউন করতে বসেছি। যাহোক, আমি আপনাদের একটি
ব্লগিং সফট্ওয়্যার এর সাথে পরিচিতি করাব এবং কি ভাবে ব্যবহার করতে হয় তাও
বলব।
এটি আমার দেখা সব চেয়ে ভাল ব্লগিং পোষ্ট করার ওপেন র্সোস সফটওয়্যার।
এখন কাজের কথায় আসি।
সফটওয়্যার পরিচিতি সাথে সুবিধার বিবরনঃ
============================================================================================
ছবি
দেখে মনে হয় অবশ্যই বুঝে গেছেন এটির নাম। সংক্ষেপে “উইনডোজ লাইভ রাইটার”
কে WLW বলে। “উইনডোজ লাইভ রাইটার” এর মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইন মানে
যেখানে আপনি ব্লুগ খুলেছেন সেখানে না গিয়ে অফলাইনে থেকে সম্পূর্ণ পোষ্টটি
লিখতে এবং আপডেট করতে পারবেন। কিন্তু পোষ্টটি পাবলিশ করার সময় অবশ্যই
আপনাকে অনলাইনে যেতে হবে। তবে শধু নেট কনেক্ট থাকলেই চলবে। অন্য কোনকিছু
করতে হবে না। আলাদা করে আপনাকে পোষ্ট এ ছবির লিঙ্ক লাগানো, ভিডিও আপলোড করা
সব কাজ “উইনডোজ লাইভ রাইটার” অটোমেটিক করবে। আমি “উইনডোজ লাইভ রাইটার”
ব্লাগারে ব্যবহার করি। তাই পোষ্টটি ব্লাগারকে নিয়েই করছি। তবে অন্যন্য ব্লগ
প্রভাইডারের ক্ষেত্রেও একই নিয়ম। ব্লাগারে লেখার ফন্ট মাত্র কয়েকটি থাকে।
তাই এর বেশি ফন্ট ব্যবহার করা যায় না। কিন্তু আপনি “উইনডোজ লাইভ রাইটার” এ
আপনার পিসিতে যে ফন্ট ইনস্টাল দেয়া থাকবে তাও আপনি ইউস করতে পারবেন। আলাদা
করে আপনি বিভিন্ন প্লাগিনও ইউস করতে পারবেন, ওয়ার্ডপ্রেস এর মত। “উইনডোজ
লাইভ রাইটার” ব্যবহারও খুব সহজ। আপনি এক ঘন্টার মধ্যে কারও সাহায্য ছাড়াই
সব শিখে ফেলবেন। “উইনডোজ লাইভ রাইটার” এ প্লাগিনের মাধ্যমে অটো ট্যাগ দিতে
পারবেন, পোষ্টটি পাবলিশ করার সময় অটো বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট যেমনঃ
ফেসবুক, টুইটার ইত্যাদিতে পোষ্ট করতে পারবেন। ব্লাগারে ছবি ইডিট কারা যায়
না, ছবি ইডিট করতে কম্পিউটারে ইডিট করে তারপর আপলোড করতে হয়। কিন্তু
“উইনডোজ লাইভ রাইটার” এ সব একসাথে করতে পারবেন কোন প্লাগিন ছাড়াই, আর যদি
প্লাগিন দিয়ে করেন তবে আর কোন কথাই নাই। আপনি যেগুলো করবেন সেগুলো অটোমেটিক
সেট করে দিতে পারেন। তহলে ওই কাজগুলো আর আপনাকে করতে হবে না। ফাইল সাইজ ও
অনেক কম। মোটামুটি বিভিন্ন প্লাগিন সহ ডাউনলোড করতে আপনার ৩০ এমবি খরচ
পড়বে। আমার এই টিউনটি পড়ে আপনার যদি কাজে লাগবে বলে মনে করেন, তাহলে নিচে
কিভাবে সেটআপ বা ব্যবহার করতে হয় তা বলে দিয়েছি। আর যদি মনে করেন যে কাজে
লাগবে না তাহলে নিচে যাওয়ার দরকার নাই। শুধু একটু উৎসাহ দিবেন তাহলেই হবে।
মনের ভয় তো ভাঙ্গাতে হবে?
============================================================================================
টিউটোরিয়ালঃ
============================================================================================
“উইনডোজ
লাইভ রাইটার” ব্যবহার করার জন্য .net framework 3.5 লাগবে। এটি সেটআপ দেয়া
না থাকলে সেটআপ দিয়ে নিন। এটি যদি না থকে তাহলে ডাউনলোড করে নিন। এর
ডাউনলোড লিঙ্ক এই জন্যে দিলাম না যে এটি সবার কাছে থাকে। যদি এটি লাগে তো
বলেন। লিঙ্ক দিয়ে দিব।
প্রথমে “উইনডোজ লাইভ রাইটার” এই লিঙ্ক থেকে ডাউন লোড করে নিন। সইজ মাত্র ১.০৯ এমবি।
ডাউনলোড
হলে এবার প্রোগ্রামটিকে চালু করুন। প্রোগ্রামটি রান হলে এই রকম দেখতে
লাগবে। আমার “উইনডোজ লাইভ রাইটার” দেওয়া আছে এই কথাটি সবার নিচে আমকে
প্রোগ্রামটি বলছে ছবিতে দেখেন। কিন্তু আপনাদের এই রকম দেখাবেনা। আপনাকে
উপরে যে রকম দেখছেন সেই রকম দেখাবে। শুধু ছবিতে যেটা নিচে যা দেখছেন
সেটি উপরে দেখবেন। তো এই খানে অনকে কিছু সেটআপ দেওয়ার কথা বল হয়েছে।
কিন্তু সেটা দেওয়ার প্রয়োজন নাই। যদি কারও লাগে তো দিতে পারেন। যেটা লাগবে
মানে “উইনডোজ লাইভ রাইটার” সেটাতে টিক চিহ্ন দেন আর বাদ বাকি তুলে দেন।
আপনাকে কিছুই করতে হবে না। শুধু বসে বসে দেখবেন। সবশেষে ফিনিস করেন। তাহলেই
ইনস্টাল দেওয়া শেষ।
এবার স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রামটি চালু করেন। চালু করলে নিচের ছবির মত দেখাবে
এখানে সবার শেষে যে অপশন টা আছে সেটাতে ক্লিক করে Next বাটনে চাপ দেন। তার পরে নিচের ছবির মত আসবে।
উপরে
আপনার যে ব্লগ সেটি সিলেক্ট করুন তারপর Next বাটনে চাপ দেন। তারপর ওকে করে
বেরিয়ে আসনে। ব্যাস আপনার একাউন্ট সেটআপ শেষ। আমি নিচের ছবিতে দেখিয়ে
দিচ্ছি কোথায় কি আছে। ছবিটি লক্ষ্য করেন।
প্লাগিন ডাউনলোড এবং প্লাগিনের ব্যবহারঃ
=============================================================================================
“উইনডোজ
লাইভ রাইটার” এ কিছু প্লাগিন আগে থেকেই দেওয়া থাকে, তবে আলাদা করেও দেওয়া
যায় । প্লাগিন সেট আপ খুবই সহজ। আমি যে লিঙ্ক উপরে দিয়েছি সেটি থেকে যতলাগে
নামিয়ে সাধারণ সফট্ওয়্যার যেভাবে সেটআপ দেওয়া লাগে সেভাবে সেটআপ দিয়ে
রিস্টার্ট দেন ব্যাস প্লাগিন এর ঘরে চরল আসবে। ও আরেকটি কথা, এখন প্রতিটি
ব্লাগেই প্রায় Read More বাটন লাগানো থাকে। সমস্যা হল “উইনডোজ লাইভ রাইটার”
এ এটি নাই তাই প্লাগিনটি নামিয়ে নিন। খুজে না পেলে আমাকে বলেন আমি বলা
মাত্র দিয়ে দিব।সব শেষে কিছু কথা। টানা তিনঘন্টা ধরে এই পোষ্টটি লিখলাম। আমার এই পোষ্টটি তখনি সার্থক হবে যখন আপনারা এই পোষ্টটি থেকে কিছু না কিছু উপকৃত হবেন। আমার খুব ভাল লাগে কম্পিউটার বিষয়ে মানুষকে সাহয্য করতে। তাই অবশ্যই আপনারা যারা বড়ভাই আছেন অবশ্যই আমার জন্য দু’আ করবেন। যাতে আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। আমি কখনো এই রকমভাবে লিখিনি তাই যদি ভূল হয় অবশ্যই আপনারা ছোটভাই মনে করে ক্ষমার চোখে দেখবেন। এবং ভূলটি সম্পর্কে বলে দিবেন যাতে পরবর্তীতে আমি সেই ভূল এড়িয়ে চলতে পারি।
Thank you
ReplyDeleteBipas Vaai
that best post Tf you you know come my site