সর্বশেষ তথ্য:

কম্পিউটার,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,জৈবকৃষি,সাফল্যের তথ্য বিষয়ক ব্লগ ‍"আইসিটি বাংলা" নিয়মিত ভিজিট করুন এবং আপনার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবেন।

সর্বশেষ তথ্য আমরা পরিক্ষামুলকভাবে এই ব্লগটি শুরু করেছি। আমরা এই ব্লগের মাধ্যমে কাজ শিখছি। এটি কোন প্রতিষ্ঠানিক বা ব্যবসায়ীক কাজে ব্যবহৃত হচ্ছে না।আপনারা ব্লগ তৈরি শিখতে যোগাযোগ করুন। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক যে কোন লেখা আপনি লিখতে পারেন এই ব্লগে। লেখা পাঠান: bipas2021@gmail.com

Monday, November 23, 2015

পিসিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডাউনলোড করুন CCleaner

প্রতিনিয়ত আমরা কম্পিউটারে বিভিন্ন কাজ করার ফলে, কম্পিউটারের বিভিন্ন ফোল্ডারে জমে থাকে অপ্রয়োজীয় অজস্র ফাইল। temp, prefetch প্রভূতি অপ্রয়োজনীয় ফাইল গুলো আমাদের কম্পিউটারগুলোর হার্ডডিক্সকের স্পেস যেমন সাবাড় করে দিচ্ছে, তেমনি ল্যাপটপ/কম্পিউটার গুলোকে করছে স্লো। তাই কিছু দিন পর পর এই অপ্রয়োজনীয় ফাইল গুলোকে ডিলেট করা অবশ্যই বাধ্যতা মূলক। ঐদিন আমার এক বড় ভাই আমাকে বললেন তার পিসিতে ফটোশপ ওপেন হচ্ছে না। তো আমি দেখতে গেলাম তার কম্পিউটারটি। দেখলাম সত্যিই ফটোশপ ওপেন হচ্ছে না। যাচাই বাছাই করার পর দেখলাম ফটোশপ বলছে, “আপনার হার্ডডিক্স এর সি ড্রাইভ ফুল হয়েগিয়েছে”। তাই ওপেন হওয়ার জন্য যেই পরিমান মেমোরি প্রয়োজন তা ফটোশপ পাচ্ছে না। আর এজন্যই ফটোশপ ওপেন হচ্ছে না। অথচ ওনার হার্ডডিক্সটির সি ড্রাইভ ছিল প্রায় 100 জিবির মত তাও আব‍ার উইন্ডোস এক্সপি সেটআপদেওয়া।
এর পর টেম্প ফোল্ডরটি সহ বিভিন্ন অপ্রয়োজনী ফোল্ডার গুলো খুলে দেখি অবস্থা খারাপ প্রায় 70-80 জিবি পর্যন্ত অপ্রয়োজনীয় ফাইল ভরে গিয়েছে সি ড্রাইভ। তাই এসকল অপ্রয়োজনীয় ফাইল গুলোকে নিয়মিত পরিষ্কার করা উচিত। এছাড়াও বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের ফলেও বিভিন্ন ধরনের অপ্রয়োজীয় ফাইল জমা হয়ে থাকে। যেমন ধরেন আপনার ব্রাউজারটি। এতে হিষ্ট্রি, ক্যাচ প্রভূতি জমে জমে দিন দিন ব্রাউজারকেও স্লো করে দেয় এবং সি ড্রাইভকে ভারী বানিয়ে আপনার পিসিকে স্লো করে ফেলে। আপনি ইচ্ছা করলে এসকল অপ্রয়োজনীয় ফাইল গুলোকে একটি সফটওয়্যার এর মাধ্যমে মাত্র কয়েকটি ক্লিকেই ঝেড়ে ফেলে দিতে পারেন আপনার পিসি থেকে। সফটওয়্যারটির নাম CCleaner . আজ আমি আপনাদের সাথে CCleaner এর সর্বশেষ ভার্সন শেয়ার করব। এছাড়াও আমি যে ভার্সন টি শেয়ার করতে যাচ্ছি এটি CCleaner এর পোর্টেব্যল ভার্সন। অর্থাৎ সেটাপের ঝামেলা নেই। শুধু ডাবল ক্লিক করলেই চলবে। নিশ্চই ভাবছেন কত মেগাবাইট খরচ হবে এটি ডাউনলোড করতে? উত্তর হচ্ছে মাত্র 4মেগাবাইট :) আর এটি একটি ফ্রি সফটওয়্যারও বটে।

No comments:

Post a Comment