আপনাদের স্বাগতম জানাছি রেডিও তৈরীর সম্পূর্ণ পর্বে, আজ আমি দেখাবো
কিভাবে আপনি অনলাইন রেডিও তৈরী করবেন, আমি সম্পূর্ণ কাজ ধাপে ধাপে দেখিয়ে
দেবো ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে, চলুন শুরু করি রেডিও তৈরীর কাজ
সর্বশেষ তথ্য:
সর্বশেষ তথ্য |
12
Saturday, November 28, 2015
অফলাইন থেকে ব্লগিং করার A 2 Z টিউটোরিয়াল
শুরু করার আগে সর্ব প্রথম আল্লাহ্ তায়ালার
নাম নিয়ে শুরু করছি। করাণ তিনি না চাইলে আমি কখনোই এখানে টিউন করতে পারতাম
না। টেকটিউনস.কম.বিডিতে আমার প্রথম টিউন এটি। আমি এর আগে কখনো এ রকম সাইটে
কোন টিউন করিনি। আমি টেক টিউনের সাথে ২০১১ সাল থেকে আছি। কিন্তু কখনো টিউন
করিনি শুধু জ্ঞান আহরণ করেছি। এখানে রেজিস্ট্রেশন করি মোটামুটি ৫ মাস আগে।
আমি কাউকে কমন্টেও করিনি। কারন আমার খুব ভয় লাগত। কমেন্ট বা টিউন করলে
অন্যরা কি বলবে, ভাল লাগবে না খারাপ লাগবে। এসব আজে বাজে কথা চিন্তা করতাম।
কিন্তু সব ভয় ভেঙ্গে আজকে টিউন করতে বসেছি। যাহোক, আমি আপনাদের একটি
ব্লগিং সফট্ওয়্যার এর সাথে পরিচিতি করাব এবং কি ভাবে ব্যবহার করতে হয় তাও
বলব।
পেন-ড্রাইভ এর মাধ্যমে উবুন্টু ১১.১০ ডুয়েল-বুট করার সম্পূর্ণ টিউটোরিয়াল [পার্টিশন তৈরি, Bootable পেন-ড্রাইভ বানানো, উবুন্টু ইন্সটল আর Bootloader পরিবর্তন]
উবুন্টু, মুক্ত সফটওয়্যার আন্দোলনের পথিকৃৎ লিনাক্সের অন্যতম জনপ্রিয়
অপারেটিং সিস্টেম। আপনাদের মধ্যে যারা টেকনোলজি ওয়ার্ল্ড এর বিন্দু মাত্র
খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে উবুন্টু এর সর্বশেষ ভার্সন ১১.১০ (যা
Oneiric Ocelot নামে পরিচিত - Oneiric Ocelot হল দুর্লভ প্রজাতির চিতাবাঘের
মত দেখতে এক জাতের বিড়াল যা মধ্য আমেরিকায় দেখতে পাওয়া যায়) বেশ কিছু
দিন আগে বের হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একজন উইন্ডোজ ব্যবহারকারী কিন্তু
উবুন্টুর এই নতুন ভার্সনটি দেখে মনে হল একবার অন্তত মুক্ত বিশ্বের দিকে
তাকিয়ে দেখি। অন্যান্য নতুন লিনাক্স ব্যবহারকারীর মতই আমার প্রথম
অভিব্যক্তি ছিল খুবই বাজে (শিকল বাধা থাকতে থাকতে স্বাধীনতার পথ দেখতে ভয়
লাগাই স্বাভাবিক)। যাই হোক, কিছু দিন যেতেই বুঝতে পারি মানুষ কেন লিনাক্স
ব্যবহার করে। নিজেই চেষ্টা করে দেখুন, আমার বিশ্বাস আপনি নিজেই তা বুজতে
পারবেন।
YouTube থেকেও আপনি আয় করতে পারবেন অনেক বড় অংকের টাকা
সত্যিই বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনি আয় করতে পারবেন অনেক বড় অংকের টাকা। অনলাইনে টাকা আয় করা যায় এরকম কথা শুনেন নি এই ধরণের লোক বর্তমানে পাওয়া অনেকটা কষ্টকর হয়ে পড়েছে। আর এই ব্লগেতো পাওয়ার কথাই না। অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি আছে যা অনেকেরই জানা নাই। আর তা হল- YouTube ভিডিও এর মাধ্যমে আয়।
Monday, November 23, 2015
পিসিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডাউনলোড করুন CCleaner
প্রতিনিয়ত আমরা কম্পিউটারে বিভিন্ন কাজ করার ফলে, কম্পিউটারের বিভিন্ন ফোল্ডারে জমে থাকে অপ্রয়োজীয় অজস্র ফাইল। temp, prefetch প্রভূতি অপ্রয়োজনীয় ফাইল গুলো আমাদের কম্পিউটারগুলোর হার্ডডিক্সকের স্পেস যেমন সাবাড় করে দিচ্ছে, তেমনি ল্যাপটপ/কম্পিউটার গুলোকে করছে স্লো। তাই কিছু দিন পর পর এই অপ্রয়োজনীয় ফাইল গুলোকে ডিলেট করা অবশ্যই বাধ্যতা মূলক। ঐদিন আমার এক বড় ভাই আমাকে বললেন তার পিসিতে ফটোশপ ওপেন হচ্ছে না। তো আমি দেখতে গেলাম তার কম্পিউটারটি। দেখলাম সত্যিই ফটোশপ ওপেন হচ্ছে না। যাচাই বাছাই করার পর দেখলাম ফটোশপ বলছে, “আপনার হার্ডডিক্স এর সি ড্রাইভ ফুল হয়েগিয়েছে”। তাই ওপেন হওয়ার জন্য যেই পরিমান মেমোরি প্রয়োজন তা ফটোশপ পাচ্ছে না। আর এজন্যই ফটোশপ ওপেন হচ্ছে না। অথচ ওনার হার্ডডিক্সটির সি ড্রাইভ ছিল প্রায় 100 জিবির মত তাও আবার উইন্ডোস এক্সপি সেটআপদেওয়া।
Wednesday, October 21, 2015
Monday, October 19, 2015
ফেসবুক মেসেঞ্জার থেকে কল করুন আপনার ফেসবুক বন্ধুদের
আপনারা কম বেশি অনেকেই জানেন ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে কল করা যাই।
কিন্তু অনেকেই আছে যারা ব্যাপারটা এখন জানে না। তাই তাদের জন্য আমার এই
টিউন। আমি আমার এই টিউটোরিয়াল টা ইউটিউব এ অনেক আগেই করছি কিন্তু টেকটিউনস
আইডি না থাকার জন্য এখানে টিউন করতে পারিনি। তাই একটু দেরি হলেও আমার টিউন
শেয়ার করলাম। মেসেঞ্জার টু মেসেঞ্জার কল করার জন্য প্রথমেই একটা ভিপিএন
দরকার। এজন্য আপনাকে প্লেস্টোর থেকে একটা ভিপিএন সফটওয়্যার ইন্সটল করতে
হবে। তারপর ভিপিএন এ রেজিস্ট্রেশন করে ভিপিএন অন রাখতে হবে। এইটা করতে হবে
এই জন্য যে মেসেঞ্জার কলিং ৩জি নেট এ সাপোর্ট করে না। আমাদের নেটওয়ার্ক
ফোরজি হলে তাহলে ভিপিএন লাগত না। ভিপিএনের আর অনেক সুবিধা আছে।
এবার মুল কথায় আসা যাক, ভিপিএন অন রেখে মেসেঞ্জার অন করলেই আপনি আপনার চ্যাট লিষ্টে থাকা অন্য সব ফ্রেন্ডদের কল করতে পারবেন। কিন্তু কন্ডিশন একটাই আপনার ফ্রেন্ডদের কেও সেইম পদ্ধতি অবলম্বন করতে হবে। কিন্তু দেশের বাহিরে যারা থাকেন তাদেরকে কল করতে তাদের না থাকলেও হবে। কারন তাদের নেটওয়ার্ক ফোরজি। আশা করি আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক ও খুব শিঘ্র ফোরজি তে উন্নিত হবে। আমার পুরো টিউনসের একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সুবিধার জন্য দিলাম। নিচের লিংক থেকে আপনারা ভাল ভাবে দেখে নিতে পারেন। আমি আগেই বলছি আমার এই টিউনস্টা যারা জানেন তাদের জন্য না। সুতারাং কোনো ভুল হলে আপনারা সবাই আমাকে ক্ষমাসুন্দর দ্রিস্টিতে দেখবেন।
ভিডিও লিংক>>https://www.youtube.com/watch?v=ftF9PQ8tHt8
এবার মুল কথায় আসা যাক, ভিপিএন অন রেখে মেসেঞ্জার অন করলেই আপনি আপনার চ্যাট লিষ্টে থাকা অন্য সব ফ্রেন্ডদের কল করতে পারবেন। কিন্তু কন্ডিশন একটাই আপনার ফ্রেন্ডদের কেও সেইম পদ্ধতি অবলম্বন করতে হবে। কিন্তু দেশের বাহিরে যারা থাকেন তাদেরকে কল করতে তাদের না থাকলেও হবে। কারন তাদের নেটওয়ার্ক ফোরজি। আশা করি আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক ও খুব শিঘ্র ফোরজি তে উন্নিত হবে। আমার পুরো টিউনসের একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সুবিধার জন্য দিলাম। নিচের লিংক থেকে আপনারা ভাল ভাবে দেখে নিতে পারেন। আমি আগেই বলছি আমার এই টিউনস্টা যারা জানেন তাদের জন্য না। সুতারাং কোনো ভুল হলে আপনারা সবাই আমাকে ক্ষমাসুন্দর দ্রিস্টিতে দেখবেন।
ভিডিও লিংক>>https://www.youtube.com/watch?v=ftF9PQ8tHt8
ফেসবুকের অজানা ৮টি তথ্য যা সবার জানা প্রয়োজন।
প্রতি মাসে ১৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে বর্তমানে শীর্ষ সামাজিক
যোগাযোগ মাধ্যমের আসনটি গেঁড়ে আছে ফেসবুক। তবে ফেসবুকের এমন কিছু বিষয় আছে
যা অনেকেই জানেন না।ফেসবুক বর্তমানে স্যোসাল মিডিয়ায় যোগাযোগের অন্যতম
মাধ্যম যা ছোট থেকে বড় সবাই ব্যবহার করে।
ফেসবুকের এমনই কিছু অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরা হল:
Thursday, October 1, 2015
অনলাইন রেডিও :আইসিটি4বাংলা
আপনারা নিচের লিংকে ক্লিক করে অনলাইন রেডিও :আইসিটি4বাংলা (radioict4bangla)শুনতে পারবেন।
নিচে ক্লিন করুন
http://myradiostream.com/radioict4bangla
এর পর নিচের
Listen in your preferred player
winap/itunes অথবা windows player অথবা vlc/other players প্লেয়ার ওপেন করে রেডিও আইসিটি৪বাংলা শুনতে পারবেন।
নিচে ক্লিন করুন
http://myradiostream.com/radioict4bangla
এর পর নিচের
Listen in your preferred player
winap/itunes অথবা windows player অথবা vlc/other players প্লেয়ার ওপেন করে রেডিও আইসিটি৪বাংলা শুনতে পারবেন।
ভাল থাকবেন..............যারা শিখতে আগ্রহী তারা যোগাযোগ করুন।
Sunday, September 27, 2015
আয় বৃদ্ধিমূলক গরু মোটাজাতকরণ প্রকল্প
বাংলাদেশে কোরবানির মূল উপাদান হচ্ছে গরু। আর সেটা যদি হয় মোটাতাজা, নাদুস-নুদুস তবে আনন্দের সীমা থাকে না। এ উপলক্ষকে সামনে রেখে যারা গরু মোটাতাজাকরণে আগ্রহী তাদের আগে থেকেই প্রস্তুতি নেয়া দরকার। এজন্য দরকার গরু মোটাতাজাকরণে সঠিক ব্যবস্থাপনা। অধিক মাংস উৎপাদনের জন্য ২-৩ বছর বয়সের শীর্ণকায় গরুকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় খাদ্য সরবরাহ করে হৃষ্টপুষ্ট গরুতে রূপান্তরিত করাকে গরু মোটাতাজাকরণ বলে আখ্যায়িত করা হয়। এটির গুরুত্ব হচ্ছে- দরিদ্রতা হ্রাসকরণ, অল্প সময়ে কম পুঁজিতে অধিক মুনাফা অর্জন, অল্প সময়ের মধ্যে লাভসহ মূলধন ফেরত পাওয়া, প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ, স্বল্পমেয়াদি প্রযুক্তি হওয়ার কারণে পশু মৃত্যুর হার কম, কৃষিকার্য থেকে উৎপাদিত উপজাত পশুখাদ্য হিসেবে ব্যবহার করে সহজেই মাংস উৎপাদন করা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আয় বৃদ্ধি করা। এই আর্টিকেলটি থেকে আপনি আরো যেসব তথ্য পাবেন সেগুলো হল: গরু মোটাজাতকরণ প্রকল্প, মোটাজাতকরণের জন্য গরু কিনতে গিয়ে কয়েকটি দিক খেয়াল রাখতে হবে, নিয়মাবলী, সর্তকতা, অভ্যন্তরীণ পরজীবী মুক্ত করণ, গোল কৃমি, কলিজা বা পাতা কৃমি মুক্তকরণের নিয়মাবলী, খড়ের সাথে মিশিয়ে ইউরিয়া খাওয়ানোর নিয়ম, ১০০ কেজি দৈহিক ওজনের গবাদিপশুর খাদ্য তালিকা, ১৫০ কেজি ওজনের গবাদিপশুর খাদ্য তালিকা, ১৫০-২০০ কেজি ওজনের পশুর খাদ্য তালিকা, স্থান নির্বাচন, গরু নির্বাচন, বাসস্থানের গঠন, শুকনা খড়, কাঁচা ঘাস, দানাদার খাদ্য, বাজারজাতকরণ, গ্রোথ হরমোনের ব্যবহার ছাড়া গরু মোটাতাজাকরণ, এবং অন্যান্য সব তথ্য।
ডাটা ক্যাবল ছাড়াই মোবাইলে ডাটা ট্রান্সফারের উপায়
বর্তমানে মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা এবং এমপিথ্রি বা এমপিফোর প্লেয়ার সব ঘরে ঘরেই আছে। এর প্রায় সবগুলোই ইউএসবি ২.০ সাপোর্ট করে। অর্থাৎ কোনো ড্রাইভার ইনস্টল ছাড়াই ডাটা আদান প্রদান করতে সক্ষম। কিন্তু যদি আপনার মোবাইলের সাথে কোনো ডাটা ক্যাবল না থাকে তাহলে নিম্লিখিত ২টি উপায়ে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন-
1.কার্ড রীডারের মাধ্যমে খুব সহজেই পেন ড্রাইভের মতো ডাটা আদান প্রদান করা সম্ভব। যা সময় ও ঝামেলা দুইই কমায়। তবে এজন্য আপনার মোবাইল ফোনকে মেমোরি কার্ড সাপোর্টেড হতে হবে। আর দরকার হবে একটি কার্ড রীডার(দাম ৫০-২০০ টাকা) সেখানে মেমোরি কার্ড ঢুকিয়ে আপনি পিসিতে লাগাতে পারবেন।
2.আপনার ফোন মেমোরি কার্ড সাপোর্টেড হয় তবে আপনার জন্য আরেকটি অপশন হচ্ছে ব্লুটুথ অ্যাডাপ্টরের ব্যবহার। এর মাধ্যমেও আপনি কোনো ক্যাবল ছাড়াই পিসি থেকে ফোনে ডাটা সেন্ড করতে পারবেন। তবে এক্ষেত্রে অনেক সময় ড্রাইভার লাগতে পারে। উইন্ডোজ সেভেনে অবশ্য ড্রাইভার ইন্সটলেশনের ঝামেলা নেই। ব্লুটুথ এডাপ্টারও আপনি ২০০-৩০০ টাকার মধ্যে কিনতে পারবেন।কার্ড রীডার এবং ব্লুটুথ এডাপ্টারের সুবিধা হচ্ছে এগুলা আপনি যেকোনো কোম্পানীর যেকোনো মোবাইলের সাথেই ব্যবহার করতে পারবেন।
পিসির গতি বাড়ানোর সহজতম উপায় কি?
কম খরচে হার্ডওয়ার আপগ্রেড করে পিসির গতি বাড়াতে চাইলে র্যাম বাড়ানোটাই হবে বুদ্ধিমানে কাজ। পিসির র্যাম মেমোরি যত বেশি হবে আপনার কাজও তত দ্রুত হবে এই কথা নিঃসন্দেহে বলা যায়। কেননা পিসি চলাকালীন সময়ে যত কাজ হয় তার সবকিছুই ট্রান্সমিট হয় র্যামের মধ্য দিয়ে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই র্যাম মেমোরি বাড়ালে উইন্ডোজের পারফরম্যান্স এ পরিবর্তনটা ঈর্ষণীয় পর্যায়ের। তবে খেয়াল রাখবেন নতুন র্যামটি যেন আপনার পুরাতন র্যামের সাথে সামঞ্জস্যপূর্ণ বাসস্পিড বিশিষ্ট হয়। নাহলে সিস্টেম হ্যাং করতে পারে। আর চেষ্টা করবেন বেশি বাসস্পিডের র্যাম কিনতে। বর্তমানে বাজারে ডিডিআর২ ৫৩৩, ৬৬৭, ৮০০,১০৬৬ এবং ডিডিআর৩ ১০৬৬ ও ১৩৩৩ মেগাহার্জ স্পিডের র্যাম পাওয়া যাচ্ছে। আর আপনার মাদারবোর্ড যদি ডুয়েল চ্যানেল মেমোরি সাপোর্টেড হয় তাহলে র্যাম একটির বদলে দুটি কিনে র্যাম দুটি একই রঙের স্লটে স্থাপন করুন। এতে বর্ধিত বাসস্পিড পাবেন আপনি।
ল্যাপটপের বাটারি ব্যাকআপ বাড়ানোর উপায়
ল্যাপটপের বাটারি ব্যাকআপ বাড়ানোর উপায়
বর্তমান সময়ের সব মডেলের ল্যাপটপই ২ থেকে শুরু করে ১০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোম্পানী যা বলে তা পাওয়া যায় না,মানে ব্যাকআপ টাইম যতটা বলা হয়েছিল ততোটা পাওয়া যাচ্ছে না। কিভাবে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারিটিকে আরেকটু বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারেন তার কয়েকটি উপায় হচ্ছে-
1.আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তার উপরও ব্যাকআপ টাইম নির্ভর করবে। আপনার ল্যাপটপ যদি বেশি পুরানো না হয়ে থাকে তাহলে উইন্ডোজ এক্সপি বা ভিসতার চেয়ে আপনি সেভেন ব্যবহার করলে বেশিক্ষণ ব্যাকআপ পাবেন।
2.কন্ট্রোল প্যানেলের পাওয়ার সেটিং এর ভেতর আপনি এ সংক্রান্ত সবকিছুই পাবেন। ব্যাটারি দিয়ে চালাতে এটিকে সবসময় পাওয়ার সেভার অপশন সিলেক্ট করে রাখুন।
3.ব্যাটারিতে ডিসপ্লের ব্রাইটনেস কখনোই ৫০% এর বেশি ব্যবহার করবেন না।
4.নেটওয়ার্কিং এন্ড শেয়ারিং সেন্টারে গিয়ে ওয়ারলেস নেটওয়ার্ক কানেকশন বা ওয়াই-ফাই ডিজাবেল করে দিন। ল্যাপটপে ব্লুটুথ ফাংশন প্রয়োজন ছাড়া অন করবেন না।
5.ব্যাটারিতে কাজ করার সময় ভিডিও দেখা বা গান শোনা থেকে বিরত থাকুন।
একাধিক ফাইল কপি/পেস্ট করুন একই সাথে
একাধিক ফাইল কপি/পেস্ট করুন একই সাথে
একটি থার্ড পার্টি সফটওয়্যার "Ditto" ব্যাবহার করে ক্লিপবোর্ড এর একাধিক ডাটা ব্যাবহার করা যায়। আমরা যখন কোন টেক্সট / ছবি ইত্যাদি কপি করি তখন ওই ডাটা ক্লিপবোর্ড এ সংরক্ষিত থাকে । Ctrl+V চাপলে কপিকৃত ডাটা পেস্ট হয়। "Ditto" সফটওয়্যার টি ক্লিপবোর্ড এর একাধিক ডাটা সংরক্ষণ করে । এর উইন্ডো থেকে আগের যে কোন সেভ কৃত ডাটা সিলেক্ট করা যায়। ডাউনলোড লিঙ্ক -
http://ditto-cp.sourceforge.net/
কিভাবে সিস্টেম রিস্টোর ব্যবহার করতে পারি
কিভাবে সিস্টেম রিস্টোর ব্যবহার করতে পারি
•উইন্ডোজে সিস্টেম রিস্টোর চালু করতে Start Menu>Programs>Accessories>System Tools>System Restore থেকে সিলেক্ট করুন। অথবা মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান।সেখান থেকে সিস্টেম প্রোটেকশনে ক্লিক করুন।
•একদম নিচে Create বাটনে ক্লিক করুন।
•একটি নাম দিয়ে সিস্টেম রিস্টোর পয়েন্টটি তৈরি করে নিন। এক্ষেত্রে দিন,তারিখ,সময় দিয়ে চাইলে আপনি নাম দিতে পারেন।
কম্পিউটারের এরকম আরো অনেক সমস্যার সমাধান জানতে ব্রাউজ করুন http://www.techtodaybd.com/problemsnsolves
কিভাবে সিস্টেম রিস্টোর ব্যবহার করতে পারি
Monday, September 21, 2015
ফেইসবুক ফেইক আইডি সনাক্ত করার কিছু সহজ টিপস।
ফেইসবুক ফেইক আইডি (Facebook Fake ID) বর্তমানে এটা নতুন কিছু নয়।
ফেইসবুকের জন্ম লগ্ন থেকেই ফেইক আইডির প্রচলন রয়েছে। বর্তমানে ফেইসবুকে মোট
একাউন্ট গুলোর মধ্যে প্রায় ২০-৩০% ই হল ফেইক এবং এই সংখ্যা প্রতিনিয়তই
বৃদ্ধি পাচ্ছে। আসলে ফেইসবুকে ফেইক আইডি খোলা হয় মূলত স্প্যাম (Spam) করার
জন্য।
এমন কি ফেইসবুকের মাধ্যমে ভাইরাস ছড়ানোর জন্যে ও মেয়েদের নামে ফেইক আইডি
খোলা হয়ে থাকে। আর ফেইক আইডি গুলোর মধ্যে শতকরা প্রায় ৯৯% এই হল মেয়েদের
নামে। এই আইডি গুলোতে ব্যবহার করা হয়ে থাকে অপরিচিত মেয়েদের ছবি।
Saturday, September 19, 2015
কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস
**কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র্যামের কার্যক্ষমতা বাড়ে।**Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ
ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে
যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।
শ্রেষ্ঠ কম্পিউটার টিপস ও ট্রিকস যা প্রত্যেকেরই জানা দরকার
কম্পিউটার ব্যবহারকারীদের অধিকাংশই তাদের কম্পিউটারের দক্ষতা উন্নত করার সর্বশেষ টিপস এবং ট্রিকস জানতে চান। কিছু ব্যবহারকারী আগ্রহ দেখান না কিন্তু এই সাধারণ ট্রিকস প্রত্যেক ব্যবহারকারীর জন্য খুবই সহায়ক। এই কৌশলগুলি আপনার মূল্যবান সময় নষ্ট করবেনা শুধুমাত্র নীচের টিপস ও ট্রিকস অনুসরণ করতে হবে।
God Mode: এটি উইন্ডোজ হিডেন ফোল্ডার, গড মোড ফোল্ডার আপনাকে ফোল্ডারের মাধ্যমে একটি কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ প্যানেল দেয় যেখান থেকে অপারেটিং সিস্টেম সেটিংস এবং VPN সেটিংস, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড থেকে সবকিছু অপটিমাইজ করতে পারেন। এই ফোল্ডার তৈরি করতে
নতুন একটি ফোল্ডার তৈরি করে রিনেম করতে হবে God Mode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} এটি দিয়ে।
স্বয়ংক্রিয়ভাবে ফোল্ডার এর কন্ট্রোল প্যানেল আইকন পরিবর্তন করবে।
“গুগল অ্যাডসেন্স এপ্রুভাল” নিয়ে জানা – অজানা ৪০ টা প্রশ্ন এবং উত্তরগুলো
প্রশ্নঃ ১Google AdsenseNon Hosted Account Approve পাওয়ার জন্য নিম্নে আমার কয়েকটি প্রশ্ন ?
১। Application করার পূর্বে নুন্যতম কতগুলো আর্টিকেল থাকতে হয়???
২। About Us, Contact, Privacy & Policy বাদে আরো কি কি অ্যাড করতে হয়??? বা থাকলে ভালো হয়??
৩। Google Adwords দিয়ে Google এ ব্যানার বিজ্ঞাপনের মাধ্যেমে কি Google Non Hosted Account এর সুবিধা নেওয়া যেতে পারে কিনা??? অথবা Adsense Approve নেওয়ার জন্য কেমন priority থাকতে পারে?
৪। Content Image যদি Google Search এর মাধ্যেমে নিয়ে ব্যবহার করা হয় তাহকে কি Approve পাওয়া সম্ভব? নাকি একদম Unique Image and Unique Article Publish করতে হবে?
৫। কত Word এর আর্টিকেল থাকলে ভালো হবে?
৬। Google Adsense এ Apply করার আগে কি কি Check List তৈরি করা দরকার বলে আপনি মনে করেন???
২। About Us, Contact, Privacy & Policy বাদে আরো কি কি অ্যাড করতে হয়??? বা থাকলে ভালো হয়??
৩। Google Adwords দিয়ে Google এ ব্যানার বিজ্ঞাপনের মাধ্যেমে কি Google Non Hosted Account এর সুবিধা নেওয়া যেতে পারে কিনা??? অথবা Adsense Approve নেওয়ার জন্য কেমন priority থাকতে পারে?
৪। Content Image যদি Google Search এর মাধ্যেমে নিয়ে ব্যবহার করা হয় তাহকে কি Approve পাওয়া সম্ভব? নাকি একদম Unique Image and Unique Article Publish করতে হবে?
৫। কত Word এর আর্টিকেল থাকলে ভালো হবে?
৬। Google Adsense এ Apply করার আগে কি কি Check List তৈরি করা দরকার বলে আপনি মনে করেন???
আপনার ফেসবুক গ্রুপে যত খুশি তত বন্ধু যোগ করুন নিমষেই
আপনি যদি ফায়ার ফক্স ব্যবহার করে থাকেন তাহলে আমাদের একটু সাহায্য
করুন। আপনি চাইলেই পারেন যে কোন গ্রুপের মেম্বার সহজেই বাড়াতে। আপনার
নিজস্ব কোন গ্রুপ থাকতেই পারে, হয়তো অনেক কষ্ট অরেও আপনি খুব বেশি হলে
২০০০-৩০০০ মেম্বার একত্রিত করতে পেরেছেন। কিন্তু এখন আর সেই কষ্ট করতে হবে
নাহ। আমি নিয়ে এলাম আপনাদের জন্য Auto Bot Friend Adder, ইহা শুধু মাত্রই
ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য, যেহেতু আমি নিজে মজিলা ফায়ারফক্স ব্যবহার
করি। আপনার সব বন্ধুকে যে কোন ফেসবুক গ্রুপে এ্যাড করতে নিম্নোক্ত পদক্ষেপ
গ্রহণ করুনঃ-
Friday, September 18, 2015
উইন্ডোজ সেভেনকে জেনুইন করে ফেলুন জেনুইন সিরিয়াল দিয়ে
অনেকেই আমরা এখন উইন্ডোজ সেভেনের ভক্ত হয়ে গেছি তাই আজকে আমি আপনাদে
কিছু জেনুইন সিরিয়াল কে দিচ্ছি আশা করি সবগুলোই কাজে লাগবে । কিন্তু আমি
শুধুমাত্র উপরেরটা ট্রাই করে সফল হয়েছি । তাই যদি একেক জন একেকটা ব্যবহার
করেন তাহলে বুঝা সম্ভব হবে সবগুলো জেনুইন কি না । আমার দৃঢ় বিশ্বাস সবগুলোই
কাজে লাগবে ।
আই.পি. পরিবর্তন করুন দারুন একটি ফ্রি ভি.পি.এন দিয়ে
টিউনটি সাধারন ব্যবহাকারীদের তেমন কাজে লাগবে না,লাগতো যদি ফেইসবুক বন্ধ
থাকতো।আমরা I.P হাইড করে নেট ব্যবহার করার জন্য প্রক্সি বদলানোর নানা সফট
ব্যবহার করি,কিন্তু এতে শুধুমাত্র ব্রাউজারের আই.পি চেঞ্জ হয়।আপনি যখন
V.P.N ইউজ করবেন তখন আপনার পুরো পিসি হয়ে যাবে অচেনা সবার কাছে।
yahoo,msn,skype সহ যাই ব্যবহার করুন পাবেন আমেরিকান আই.পি ।
ডাউনলোড Link
ভিডিও টিউটোরিয়াল
বিস্তারিত জানতে http://www.hotspotshield.com ভিজিট করুন।
আশা করি কারো না কারো কাজে লাগবে।আমি সব টিউন এখোনো পড়া শেষ করতে পারিনি,তাই নিশ্চিত না এটা নিয়ে টিউন হয়েছিল কিনা।
ডাউনলোড Link
ভিডিও টিউটোরিয়াল
বিস্তারিত জানতে http://www.hotspotshield.com ভিজিট করুন।
আশা করি কারো না কারো কাজে লাগবে।আমি সব টিউন এখোনো পড়া শেষ করতে পারিনি,তাই নিশ্চিত না এটা নিয়ে টিউন হয়েছিল কিনা।
জেনে নিন কম্পিউটারের সকলপ্রকার হিডেন ফাইল ( সিস্টেম + অন্য কোন লুকানো ফাইল )
আমরা অনেক সফটওয়ার ব্যবহার করি হিডেন ফাইল বের করার জন্য কিন্তু সেগুলো
আলাদা ভাবে দেখায় না কোন গুলো সিস্টম ফাইল ফলে সিস্টেম ফাইলগুলো ফেলে দিয়ে
পড়তে হয় বিপাকে । অজানা বিষয় সম্পর্কে মানুষ সবসময়ই আগ্রহী তাই একটি
সফটওয়ারের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন ড্রাইভের মধ্যে লুকানো ফাইলগুলো ।
কেউ যদি আপনার কম্পিউটারে কোন অনাকাঙ্খিত ফাইল রেখে দেয় তাও আপনি জানতে
পারবেন ।

এর সুবিধাগুলো হলঃ
1 . অটোরান ফইল পর্যন্ত খুজে বের করে ।
2 . নিজে থেকেই রেট মার্ক দেয় কোনটা নরমাল, সিস্টেম , কোনটা মেলওয়ার আক্রান্ত , কোনটা ভাইরাস আক্রান্ত ।
সুতরাং একবার ট্রাই করে দেখুন আপনার কম্পিউটারে কি কি অনাকাঙ্খিত ফাইল লুকানো আছে । ভাল লাগলে অবশ্যই মন্তব্য করে উৎসাহিত করবেন ।
রেপিডশেয়ার লিংক
ডিপোজিট ফাইল লিংক
হটফাইল লিংক
একমাত্র আপনাদের অনুরোধে তিনটা ডউনলোড লিংক দেয়া হল ।
ফ্রি মুভি ডাউনলোড করুন এখান থেকে ।
এর সুবিধাগুলো হলঃ
1 . অটোরান ফইল পর্যন্ত খুজে বের করে ।
2 . নিজে থেকেই রেট মার্ক দেয় কোনটা নরমাল, সিস্টেম , কোনটা মেলওয়ার আক্রান্ত , কোনটা ভাইরাস আক্রান্ত ।
সুতরাং একবার ট্রাই করে দেখুন আপনার কম্পিউটারে কি কি অনাকাঙ্খিত ফাইল লুকানো আছে । ভাল লাগলে অবশ্যই মন্তব্য করে উৎসাহিত করবেন ।
রেপিডশেয়ার লিংক
ডিপোজিট ফাইল লিংক
হটফাইল লিংক
একমাত্র আপনাদের অনুরোধে তিনটা ডউনলোড লিংক দেয়া হল ।
ফ্রি মুভি ডাউনলোড করুন এখান থেকে ।
২০১৫ সালের হাই পেজ র্যাংক সোসিয়াল বুকমার্কিং সাইটগুলো এখনি সংগ্রহ করে রাখুন
২০১৫ সালের হাই পেজ র্যাংক সোসিয়াল বুকমার্কিং সাইটগুলা এখনি সংগ্রহ
করুন।আমরা জানি সোসিয়াল বুকমার্কিং একটি স্মার্টনেস্ট পদ্দতি। যার মাধ্যমে
আপনি আপনার সাইট কে দ্রুত এবং অনেক সহজেই সার্চ ইঞ্জিনের কাছে র্যাংক
করাতে পারবেন।এবং এটা একটা গুরুত্বপূর্ন লিংক হিসেবে কাজ করে।এমনকি
শুধুমাত্র লিংকের কাজটাই করে না সেখান প্রচুর পরিমানে ভিসিটর পেতেও আপনাকে
সাহায্যে করবে।অনেক SEO বিজ্ঞরা মনে করেন।একটি সাইটের ভিসিটর এবং র্যাংকের
ক্ষেত্রে ৩৫% ভূমিকা রাখে (২০১৪ সালের আপডেট অনুযায়ী) তবে যে সব সোসিয়াল
সাইট আপনার সাইট কে র্যাংক বাড়াতে তা কিন্তু নয়।তার মধ্যে যে সাইট গুলা
ডু-ফলো একমাত্র সেই সাইট গুলাই আপনার সাইটের র্যাংক বাড়াতে সাহায্য করে।
আর সোসিয়াল বুকমার্কিং সাইটগুলা হচ্ছে লিংক বিল্ডার দের জন্যে একটা
যুগান্তকারী সহায়ক।
ব্লগ তৈরি করুন
অনলাইন
এর মাধ্যমে সরাসরি আপনারা খুব সহজে টাকা আয় করতে পারেন।
আমি
আজ এমন একটি পথকে আলোকপাত করব যার মাধ্যমে আপনি সত্যিই ঘরে বসে আয় করতে পারবেন। আমি নিম্নে
ধাপে ধাপে তা তুলে ধরছি :
অনলাইনে টাকা আয় নির্ভর করছে সম্পূর্ন আপনার উপর। অর্থাৎ আপনি কিভাবে ব্যাপারটিকে দেখছেন। আমাদের যদি কোন প্রডাকশন থাকে অর্থাৎ কোন পণ্য যদি আমরা তৈরী করে থাকি সেই পণ্য ইচ্ছে করলে আমরা বিক্রি করতে পারি। আমরা সাধারনত একটি দোকান বা এজেন্সি নেই তাদের মাধ্যমে আমরা পন্য গুলোকে বিক্রি করি। অনলাইনেও ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার পন্য গুলোকে বিক্রি করতে পারবেন। কিন্তু বাংলাদেশে ই-কমার্স সিস্টেম চালু না হওয়ার কারনে আমাদেরকে সেই ধারনা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আমরা ইচ্ছে করলেই আমাদের পণ্য ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি না। তাহলে যাদের কোন পন্য নেই তারা কিভাবে অনলাইনে আয় করবে? একটা পথ আছে যার মাধ্যমে লোকজন খুব সহজে পুরো বিশ্বে আয় করছে। তা হচ্ছে ব্লগিং সিস্টেম। আমার এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগিং করে কিভাবে আমরা টাকা আয় করতে পারি।
অনলাইনে টাকা আয় নির্ভর করছে সম্পূর্ন আপনার উপর। অর্থাৎ আপনি কিভাবে ব্যাপারটিকে দেখছেন। আমাদের যদি কোন প্রডাকশন থাকে অর্থাৎ কোন পণ্য যদি আমরা তৈরী করে থাকি সেই পণ্য ইচ্ছে করলে আমরা বিক্রি করতে পারি। আমরা সাধারনত একটি দোকান বা এজেন্সি নেই তাদের মাধ্যমে আমরা পন্য গুলোকে বিক্রি করি। অনলাইনেও ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার পন্য গুলোকে বিক্রি করতে পারবেন। কিন্তু বাংলাদেশে ই-কমার্স সিস্টেম চালু না হওয়ার কারনে আমাদেরকে সেই ধারনা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আমরা ইচ্ছে করলেই আমাদের পণ্য ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি না। তাহলে যাদের কোন পন্য নেই তারা কিভাবে অনলাইনে আয় করবে? একটা পথ আছে যার মাধ্যমে লোকজন খুব সহজে পুরো বিশ্বে আয় করছে। তা হচ্ছে ব্লগিং সিস্টেম। আমার এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগিং করে কিভাবে আমরা টাকা আয় করতে পারি।
Subscribe to:
Posts (Atom)